শিব নারায়ণ দাসের প্রতি এফবিসিসিআইর শ্রদ্ধা

প্রকাশ: এপ্রিল ২০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। শনিবার (২০ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে এফবিসিসিআই পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী।

এ সময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের ত্যাগ ও অবদান অনন্য। বাংলাদেশের পতাকার নকশা তৈরির মাধ্যমে শিব নারায়ণ দাস আমাদের মুক্তি সংগ্রাম, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়াকে ত্বরান্বিত করাসহ বিশ্বের কাছে বাঙালি জাতির পরিচয়কে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস শুক্রবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫