নারীর অধিকার আদায়ে ইসলামী ব্যাংকের মুদারাবা মোহর সঞ্চয়ী হিসাব

প্রকাশ: এপ্রিল ১৯, ২০২৪

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেনমোহর আদায়ের সংস্কৃতি চালু রাখতে আরো সহজ করতে মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে। সমাজের সর্বস্তরের মুসলিম জনসাধারণ বিশেষত পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী তাদের সামর্থ্য অনুযায়ী মাসিক কিস্তিতে টাকা জমা দিয়ে প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। মাসিক ৫০০ থেকে হাজার টাকার কিস্তিতে বছর ১০ বছর মেয়াদি হিসাব পরিচালনাকারী হিসেবে ভূমিকা পালন করবে স্বামী বা বিবাহেচ্ছুক পুরুষ। কাবিননামায় উল্লেখিত মোট টাকার পরিমাণ, আদায়কৃত টাকা এবং আদায়যোগ্য টাকার পরিমাণ উল্লেখ করে আদায়যোগ্য টাকার ওপর মাসিক হার নির্ধারণ করা হয়। উল্লেখ্য, এরই মধ্যে প্রায় ৩৩ হাজার গ্রাহক ইসলামী ব্যাংকে মোহর অ্যাকাউন্ট খুলেছেন।

বাংলাদেশের যেকোনো বৈধ নাগরিক তার জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, নিজের দুই কপি ছবি, স্ত্রীর দুই কপি ছবি (প্রযোজ্য ক্ষেত্রে) নমিনির এক কপি ছবি নিয়ে ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা কিংবা এজেন্টে মোহর অ্যাকাউন্ট খুলতে পারবে, এছাড়া ইসলামী ব্যাংকের ডিজিটাল অ্যাপস সেলফিনের মাধ্যমেও অ্যাকাউন্ট খোলা যায়। অন্য শাখা, উপশাখা কিংবা এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে অনলাইনের মাধ্যমে কিস্তির টাকা জমা দেয়া যায়। মোবাইলভিত্তিক ব্যাংকিং আ্যাপস সেলফিনের মাধ্যমে মাসের যেকোনো দিন, যেকোনো স্থান থেকে খুব সহজে মাসিক কিস্তি দেয়া যায় অথবা শাখায় স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে রাখলে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক সংশ্লিষ্ট সেভিংস হিসাব থেকে মোহর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এছাড়া ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এমক্যাশের মাধ্যমেও মাসিক কিস্তি পরিশোধ করা যায়। গ্রাহক চাইলে কিস্তির টাকা অগ্রিম পরিশোধ করতে পারেন। ওই অ্যাকাউন্টের মূল টাকা প্রদত্ত মুনাফা সবই স্ত্রীর প্রাপ্য। হিসাব খোলার সময় কিস্তির হার মেয়াদ নির্ধারণ করতে হবে। পরবর্তী সময়ে তা পরিবর্তন করা যাবে না।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫