শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশ: এপ্রিল ১৮, ২০২৪

শিপ রিসাইক্লিং শিল্পে কমপ্লায়েন্স নিশ্চিতকরণে আলোচনা

বাংলাদেশের শিপ রিসাইক্লিং বা জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পে হংকং কনভেনশন ২০০৯ দ্রুত প্রতিপালন নিশ্চিতকরণ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে  আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) উন্নয়ন অংশীদারদের নিকট থেকে প্রয়োজনীয় সহযোগিতাসহ শিল্প মন্ত্রণালয়ের করণীয় নির্ধারণের বিষয়ে  আলোচনা হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম প্রধান জাহাজ পুনঃপ্রক্রিয়াকারী দেশ। জীবনের শেষ সীমায় পৌঁছানো জাহাজের নিরাপদ এবং পরিবেশসম্মত উপায়ে পুনঃপ্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে আইএমও' তত্ত্বাবধানে হংকং কনভেনশন প্রণীত হয়। বাংলাদেশ গত বছরের ১২ জুন ওই কনভেনশনে অনুসমর্থন করে। সে হিসেবে ২০২৫ সালের মধ্যে সকল ইয়ার্ডে হংকং কনভেনশন প্রতিপালন না করা হলে শিপ রিসাইক্লিংয়ের জন্য নতুন করে কোনো জাহাজ ভাঙ্গার অনুমোদন শিল্প মন্ত্রণালয় হতে পাওয়া যাবে না। তাই বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পকে টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা উন্নয়ন সহযোগীদের নিকট থেকে প্রয়োজনীয় সহযোগিতা পরামর্শ গ্রহণসহ সার্বিক প্রস্তুতি করণীয় দ্রুত নির্ধারণ করতে হবে।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমুল হক, যুগ্মসচিব প্রতাপ চন্দ্র বিশ্বাস, আইএমও নরওয়ের সেনস্রেক প্রজেক্ট ফেজ-২ এর  প্রকল্প পরিচালক সঞ্জয় কুমার ঘোষ আইএমও' ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মো. জসিম উদ্দিন বাদল অংশ নেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫