বাংলাদেশ সস্তা শ্রমের অর্থনীতিতে আটকে গেছে: ড. হোসেন জিল্লুর রহমান

প্রকাশ: এপ্রিল ১৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সস্তা শ্রমের অর্থনীতিতে আটকে গেছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে লিখিত একটি বই নিয়ে আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ধানমন্ডি কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচনের জন্য এ আলোচনার আয়োজন করা হয়।

জিল্লুর রহমান বলেন, শিক্ষা এক সময় সামাজিক উন্নতির চালক ছিল। কিন্তু এখন শিক্ষা পদ্ধতি আমাদেরকে সস্তা শ্রমের ফাঁদে আটকে ফেলেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যেও মানুষের নিরাপত্তাহীনতা বাড়ছে। অপরদিকে দুর্নীতির মাধ্যমে দেশ ধনী তৈরির কারখানায় পরিণত হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫