সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান

মাদক কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা মিলেছে

প্রকাশ: এপ্রিল ১৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

সাবেক এমপি আব্দুর রহমান বদির দুই ভাইয়ের মাদক কারবারে সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী। তিনি গতকাল সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন। বদির দুই ভাই হলেন আব্দুস শুকুর ও আমিনুর রহমান। 

সব মিলিয়ে সিআইডি মোট ১০ জনকে শনাক্ত করেছে, যারা মাদকের কারবারে হয়ে উঠেছেন গডফাদার। পুলিশ বলছে, ৩৫টি মাদক মামলায় নাম আসা গডফাদারদের পুরো সম্পদের পরিমাণ ১৭৮ কোটি টাকারও বেশি।

বদির দুই ভাইয়ের মাদক কারবারে সংশ্লিষ্টতার বিষয়টি তুলে ধরে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া বলেন, ‘কক্সবাজারে মাদক কারবারের দুই গডফাদারের খোঁজ পাওয়া গেছে। তারা আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদির আপন ভাই। মাদকের ব্যবসা করে তাদের জমিজমা, বাড়ি-গাড়িসহ বিপুল সম্পদ গড়ে তোলার তথ্যও এসেছে সিআইডির অনুসন্ধানে। তাদের বিষয়ে এখনো অনুসন্ধান চলছে। তাদের নামে আরো সম্পত্তি পাওয়া যাচ্ছে। মূলত ২০২০ সালের পর থেকে ৩৫টি মাদক মামলার তদন্ত করে সিআইডি।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫