ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসতে পারেন শনিবার

প্রকাশ: এপ্রিল ১৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের প্রস্তুতির অংশ হিসেবে আগামী শনিবার ঢাকায় আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা। ঢাকায় অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভারত সফরের আমন্ত্রণপত্র তুলে দেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ভারতের লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সফর জুনের শেষ সপ্তাহ কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহে হতে পারে।

কূটনৈতিক একটি সূত্র জানায়, বিনয় কাত্রা একদিনের জন্য ঢাকা সফরে আসবেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো আমন্ত্রণপত্র তুলে দেবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫