এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মইদুল ইসলাম

প্রকাশ: এপ্রিল ১৮, ২০২৪

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. মইদুল ইসলাম। এর আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ২০০১ সালে এক্সিম ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগদান করেন এবং পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার  ব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। 

শরিয়াভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ মইদুল ইসলাম সেরা ব্যবস্থাপক হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সম্মাননা ও স্বর্ণপদক লাভ করেছেন। তিনি আইবিবি থেকে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করে প্রতিষ্ঠানের সহযোগী সদস্য হয়েছেন।

এছাড়া তিনি বিভিন্ন বিদেশী ব্যাংক আয়োজিত উচ্চতর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে ভারত, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাজ্য ও কানাডা ভ্রমণ করেন।—বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫