১০০ কোটি ব্যবহারকারী ছাড়াবে টেলিগ্রাম

প্রকাশ: এপ্রিল ১৮, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

আগামী এক বছরের মধ্যে মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রামের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে। সম্প্রতি কোম্পানিটির প্রতিষ্ঠাতা পাভেল দুরভ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। খবর রয়টার্স।

সাক্ষাৎকারে পাভেল দুরভ জানান, টেলিগ্রাম খুব দ্রুততার সঙ্গে মানুষের কাছে ছড়িয়ে পড়েছে। আগামী এক বছরের মধ্যে প্লাটফর্মটি ১০০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারী মাইলফলক স্পর্শ করবে বলে আশা করছেন তিনি। এদিকে টেলিগ্রামের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপের ২০০ কোটির বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

দুরভ জানান, বর্তমানে টেলিগ্রামে ৯০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। তবে এ অ্যাপ নিয়ে বিভিন্ন দেশের সরকার তাকে নানাভাবে চাপে রাখলেও টেলিগ্রাম অ্যাপটিকে নিরপেক্ষ রাখার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেছেন।

অন্যদিকে সম্প্রতি কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তের স্বার্থে স্পেনে নিষিদ্ধ করা হয়েছিল টেলিগ্রাম মেসেজিং অ্যাপ। স্পেনের একটি আদালত অ্যাপটি ব্যবহারে স্থগিতাদেশ দিয়েছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫