ফ্রি ক্যামেরা অ্যাপ আনছে ব্ল্যাকম্যাজিক

প্রকাশ: এপ্রিল ১৮, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

মোবাইল প্লাটফর্মের জন্য ফ্রি ক্যামেরা অ্যাপ চালু করছে ব্ল্যাকম্যাজিক ডিজাইন। আইওএস ভার্সনের পর এবার অ্যান্ড্রয়েডেও অ্যাপটি চালু করছে কোম্পানিটি। খবর অ্যান্ড্রয়েড পুলিশ।

দ্য ভিঞ্চি রিসলভ নন-লিনিয়ার ভিডিও এডিটিং সফটওয়্যারের জন্য পরিচিত ব্ল্যাকম্যাজিক। গত বছরের সেপ্টেম্বরে আইফোনের জন্য ক্যামেরা অ্যাপ চালু করে কোম্পানিটি। এরপর অ্যান্ড্রয়েড প্লাটফর্মেও এটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। তবে প্রযুক্তিবিশারদরা জানান, কবে নাগাদ এটি উন্মোচন করা হবে সে বিষয়ে কোম্পানি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

নতুন ক্যামেরা অ্যাপ ব্যবহারের মাধ্যমে ভিডিও ধারণের ক্ষেত্রে ব্যতিক্রমী অভিজ্ঞতা পাওয়া যাবে বলে দাবি কোম্পানির। সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাপটি ব্যবহার করে ধারণ করা ভিডিও প্রকাশ করা হলেও সেখানে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট সংখ্যক ডিভাইসে অ্যাপটি ব্যবহার করা যাবে। যেসব ডিভাইসে ব্ল্যাকম্যাজিক ক্যামেরা অ্যাপ ব্যবহার করা হবে সেগুলোয় পেশাদার অভিজ্ঞতা পাওয়া যাবে বলেও দাবি কোম্পানির।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫