কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ: এপ্রিল ১৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, মো. মামুনুর রশীদ কিরন, এ কে এম রেজাউল করিম তানসেন, মো. জাকির হোসেন এবং ফরিদুন্নাহার লাইলী বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে পরিচিতি পর্ব, কৃষি মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংস্থা/প্রতিষ্ঠানগুলোর কার্যাবলি অবহিতকরণ, প্রতিটি বিভাগীয় আলু সংরক্ষণাগার আধুনিকায়ন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মলয় চৌধুরী (অতিরিক্ত সচিব), মহাপরিচালক, প্রধান নির্বাহী, বিভিন্ন দফতর, সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।                       


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫