ব্যাংক আলফালাহর বাংলাদেশের ব্যবসা অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া

প্রকাশ: এপ্রিল ১৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহর বাংলাদেশের ব্যবসা, সম্পদ ও দায় অধিগ্রহণ করবে বেসরকারি খাতের স্থানীয় ব্যাংক এশিয়া লিমিটেড। এরই মধ্যে অধিগ্রহণের বিষয়ে ব্যাংক এশিয়ার প্রস্তাব ব্যাংক আলফালাহর পর্ষদ অনুমোদন করেছে। বুধবার (১৭ এপ্রিল) পাকিস্তান স্টক এক্সচেঞ্জে দেয়া এক নোটিশে এ তথ্য জানিয়েছে ব্যাংক আলফালাহ।

অধিগ্রহণের বিষয়ে পাকিস্তান স্টক এক্সচেঞ্জকে দেয়া ব্যাংক আলফালাহর নোটিসে বলা হয়েছে, বাংলাদেশের ব্যবসা, সম্পদ ও দায় অধিগ্রহণের বিষয়ে ব্যাংক এশিয়ার কাছ থেকে পাওয়া প্রস্তাবে পর্ষদ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। সব ধরনের প্রযোজ্য আইন ও বিধি-বিধান এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এটি বাস্তবায়ন করা হবে। অধিগ্রহণের বিষয়ে ব্যাংক আলফালাহ কর্তৃপক্ষ স্টেট ব্যাংক অব পাকিস্তানের অনুমোদন চাইবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫