আরব আমিরাতের বন্যায় ঢাকা-দুবাই-শারজাহ রুটের ৯ ফ্লাইট বাতিল

প্রকাশ: এপ্রিল ১৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রেকর্ড বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বন্যার প্রভাবে বিভিন্ন পরিষেবার পাশাপাশি দেশটিতে বিঘ্নিত হচ্ছে বিমান চলাচলও। এর প্রভাব পড়েছে ঢাকা-দুবাই-শারজাহ রুটে বিমান চলাচলে। এখন পর্যন্ত এ রুটের ৯টি ফ্লাইট বাতিলের খবর দিয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন, বৈরি আবহাওয়ার কারণে ১৭ এপ্রিল থেকে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসের ৫টি ফ্লাইট, এমিরেটস এয়ারলাইনসের ২টি ও ফ্লাই দুবাইয়ের ২টি ফ্লাইট বাতিল হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫