গাজীপুরে কাপাসিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালক নিহত

প্রকাশ: এপ্রিল ১৭, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের কাপাসিয়ায় বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) ভোর ৬টার দিকে কাপাসিয়া উপজেলার কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের টোক বাজার বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে সিএনজির ভেতরে আটকে পড়া চালকের মৃতদেহ বের করে আনেন।

নিহত চালক কিশোরগঞ্জ জেলার কৃষ্টপুর গ্রামের মো: মাসুদ রানার ছেলে মো. আবু বক্কর।

গাজীপুর ফায়ার সার্ভিসে উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, গাজীপুরের টোক বাজার এলাকার গাজীপুরগামী বাসের সঙ্গে কিশোরগঞ্জের পাকুন্দিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক আটকা পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ঘটনাস্থলে গিয়ে সিএনজি মধ্যে আটকে পড়া চালককে উদ্ধার করে, টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করেন।

টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) সুজন রঞ্জন তালুকদার জানান, কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের টোক সালুয়ারটেক এলাকায় সকালে উল্টো পথে সিএনজি চালিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজি চালক আবু বকর নিহত হয়। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫