টাইগারদের স্পিন বোলিং কোচ হলেন মুশতাক আহমেদ

প্রকাশ: এপ্রিল ১৭, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের লেগ স্পিনার মুশতাক আহমেদ। জিম্বাবুয়ের সঙ্গে আসন্ন হোম সিরিজ সামনে রেখে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি এবং কাজ করবেন জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫৩ বছর বয়সী মুশতাক আহমেদ এরই মধ্যে ইংল্যান্ড (২০০৮-১৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-১৯) ও পাকিস্তানের (২০২০-২২) স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া পাকিস্তান দলের বোলিং কনসালট্যান্ট হিসেবেও ২০১৪-১৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্ব নিয়ে মুশতাক আহমেদ বলেন, ‘স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারাটা অনেক বড় সম্মানের।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫