বিভিন্ন দেশে বাংলাদেশী কর্মী

ন্যূনতম বেতন কাঠামো প্রণয়নে বায়রার প্রস্তাব চায় মন্ত্রণালয়

প্রকাশ: এপ্রিল ১৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন দেশে বাংলাদেশী কর্মীদের ন্যূনতম বেতন কাঠামো প্রণয়নে বায়রাকে প্রস্তাব পাঠানোর আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী গতকাল এক আলোচনা সভায় আহ্বান জানান।

বিদেশে কর্মরত বাংলাদেশী শ্রমিক কর্মীদের ন্যূনতম বেতন-ভাতা এবং অন্যান্য বিষয় নিয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বায়রা মন্ত্রণালয়ের প্রধান অংশীজন। আপনারা বিভিন্ন দেশে বাংলাদেশী কর্মীদের ন্যূনতম বেতন কাঠামো সংক্রান্ত বিষয়ে যৌক্তিক প্রস্তাব প্রেরণ করবেন। ন্যূনতম বেতনের বিষয়ে মন্ত্রণালয় কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবে। পাশাপাশি আমরা আরো কম অভিবাসন ব্যয়ে কর্মী প্রেরণ করতে চাই।

তিনি বলেন, ‘বিদেশে কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্সিকে অবশ্যই মানবিক দিক বিবেচনা করতে হবে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি যেন আরো উজ্জ্বল হয়, তা বিবেচনা করে দক্ষ কর্মী প্রেরণে সবাইকে আরো উদ্যোগী হতে হবে। বিদেশে কর্মী প্রেরণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে মন্ত্রণালয়ের সঙ্গে বায়রাকে এক সূত্রে কাজ করতে হবে। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অংশীজনরা সমন্বিতভাবে কাজ করলে মন্ত্রণালয়ের সুনাম আরো বাড়বে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা দ্রুত সময়ে একটি স্মার্ট মন্ত্রণালয় তৈরি করতে পারব।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী দক্ষ কর্মী পাঠানোর নির্দেশনা দিয়েছেন। লক্ষ্যে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোয় আধুনিক যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে

মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, জনশক্তি, কমর্সংস্থান প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান প্রমুখ সময় উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫