ওড়িশার ফ্লাইওভার থেকে বাস পড়ে নিহত ৫

প্রকাশ: এপ্রিল ১৬, ২০২৪

বণিক বার্তা অনলাইন

ভারতের ওড়িশায় যাত্রীবাহী একটি বাস ফ্লাইওভার থেকে নিচে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। গতকাল সোমবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টার দিকে বারবাটি ব্রিজ থেকে পড়ে যায় বাসটি। কলকাতা অভিমুখী বাসটিতে এ সময় ৪০ জন যাত্রী ছিলেন। খবর এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জাজপুর জেলার বারাবতীর কাছে জাতীয় সড়ক-১৬ ওপরে একটি ফ্লাইওভারে ওঠার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে উদ্ধারকাজ শুরু হয়। যোগ দেন চিকিৎসক ও স্থানীয় কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি মারা যাওয়াদের পরিবারকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫