দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে ২ মে

প্রকাশ: এপ্রিল ১৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসতে যাচ্ছে আগামী ২ মে। এদিন বিকাল ৫টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপ্রধান এ অধিবেশন আহ্বান করেছেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয় গত ৫ মার্চ। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। ২ মে অধিবেশন বসার আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক হবে। জানা গেছে, আগামী জুনে সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সে কারণে দ্বিতীয় অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২২টি। এতে দুটি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ২৫০টি নোটিস পাওয়া যায়। নোটিসগুলো থেকে ১৫টি নোটিস গৃহীত হয়েছে এবং গৃহীত নোটিসের মধ্যে নয়টি নোটিস সংসদের বৈঠকে আলোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য মোট ৮৬টি প্রশ্ন পাওয়া যায়, এর মধ্যে তিনি ৪৫টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট ১ হাজার ৮২২টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ১ হাজার ৮০টি প্রশ্নের জবাব দেন।

গত ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে মন্ত্রিসভার ঠিক করে দেয়া ভাষণের সংক্ষিপ্তসার পড়েন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় ২৬৯ জন সংসদ সদস্য মোট ৩৯ ঘণ্টা আলোচনা করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫