পাকিস্তানে বৃষ্টি ও বজ্রপাতে ৩৬ জনের মৃত্যু

প্রকাশ: এপ্রিল ১৫, ২০২৪

বণিক বার্তা অনলাইন

গত তিন দিনে পাকিস্তানের বজ্রপাত ও অতিবৃষ্টিতে ৩৬ জনের মৃত্যু হয়েছে,  যাদের অধিকাংশই কৃষক। তীব্র বৃষ্টি ও বজ্রপাতে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর এপি।

পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র আরফান কাথিয়া বলেন, অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে যখন তারা কৃষিকাজ করছিলেন। আগামী দিনগুলো বৃষ্টি আরো বাড়বে বলেও জানান তিনি।

বৃষ্টি ও বজ্রপাতে বেলুচিস্তানে মারা গেছেন ৭ জন, প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।  অন্যদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে মারা গেছেন ৮ জন।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুর্গতদের সাহায্যের জন্য সরকারি সবগুলো সংস্থাকে নির্দেশ দিয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫