ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীকে মোদির চিঠি

প্রকাশ: এপ্রিল ১০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের জনগণকে ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে এ শুভেচ্ছা জানিয়েছেন তিনি।


ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে চিঠিতে মোদি বলেছেন, উৎসাহ উদ্দীপনার সঙ্গে ঈদুল ফিতর উদযাপন বিশ্বজুড়ে মানুষের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং ঐক্যের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।

চিঠিতে মোদি সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখের আশা ও প্রার্থনা করেছেন।  এছাড়া দুদেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরো দৃঢ় হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫