ঈদে দুদিন বন্ধ থাকবে মেট্রোরেল

প্রকাশ: এপ্রিল ১০, ২০২৪

বণিক বার্তা অনলাইন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা দুদিন বন্ধ থাকছে মেট্রোরেল চলাচল। আগামীকাল ঈদুল ফিতর উদযাপন হবে। আর শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। ফলে টানা দুদিন মেট্রোরেল বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে—এটা আগে থেকেই ঘোষণা দেয়া হয়েছে। গত ঈদেও বন্ধ ছিল মেট্রো চলাচল।

নাজমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ঈদের দিন বন্ধ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এতে দুদিন বন্ধ থাকবে। এর বাইরে সময়সূচি মেনেই চলবে মেট্রোরেল।

ডিএমটিসিএল সূত্রমতে, রমজানের প্রথমার্ধে প্রতিদিন গড়ে মেট্রোরেলে ২ লাখ ৪৬ হাজার যাত্রী চলাচল করেছে। রমজানের আগে সংখ্যাটা ছিল ২ লাখ ৯৫ হাজারের মতো। ১৬ রমজান থেকে মেট্রোরেলের চলাচল ১ ঘণ্টা বাড়ানোর পর যাত্রী আরো বেড়েছে। গত পাঁচদিনে গড়ে ২ লাখ ৯০ হাজার করে যাত্রী চলাচল করেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫