সিনেমা, ওয়েব সিরিজ, নাটক ও বিজ্ঞাপন নিয়ে দীপার বর্ণাঢ্য ঈদ

প্রকাশ: এপ্রিল ০৯, ২০২৪

ফিচার প্রতিবেদক

বাংলাদেশের নাট্যাঙ্গনের নন্দিত অভিনেত্রী দীপা খন্দকার। গত ২৫ বছরের বেশি সময় টানা অভিনয় করে যাচ্ছেন। তবে অভিনয় জীবনে এবারের ঈদুল ফিতর তার জন্য অন্য রকম হতে যাচ্ছে। অর্থাৎ পেশাগত দিক দিয়ে জীবনের সেরা একটি ঈদ হতে যাচ্ছে তার জীবনে। কারণ একই ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা, আবার একই ঈদে ওয়েব সিরিজও প্রকাশ পাচ্ছে। দেখা যাবে তাকে নাটক ও বিজ্ঞাপনেও। সে কারণে এবারের ঈদটা দীপা খন্দকারের কাছে একটা অন্য রকম ঈদ। 

দীপা জানান, এবারের ঈদে কামরুজ্জামান রোমান পরিচালিত ‘জ্বীন টু’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এতে তিনি প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলের বিপরীতে অভিনয় করেছেন। এছাড়া ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘রুমি’। যাতে নাম ভূমিকায় আছেন চঞ্চল চৌধুরী। এমডি তৌফিকুল ইসলাম পরিচালিত ‘তোমাতে হারাই’ শিরোনামের একটি নাটক প্রচার হবে সিএমভি ইউটিউব চ্যানেলে। তবে দীপা জানান, চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম আই স্ক্রিনে প্রচার হবে সৈয়দ সালাহ উদ্দিন জাকী পরিচালিত সর্বশেষ সিনেমা ‘অপরাজেয়’। ঈদের সপ্তম দিন সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমাটি প্রচার হবে।

এবারের ঈদ নিয়ে দীপা খন্দকার বলেন, ‘এবারের ঈদটা সত্যিই আমার অভিনয় জীবনের ক্ষেত্রে একটু অন্য রকম। দেখা যেত যে সাধারণত ঈদ এলে বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে নাটকই প্রচার হতো বেশি। কিন্তু এবারের ঈদে সিনেমা হলে সিনেমা মুক্তি পাচ্ছে, ওটিটিতে ওয়েব সিরিজ, আবার সিনেমাও মুক্তি পাচ্ছে। ইউটিউবেও নাটক প্রচার হবে, বিজ্ঞাপনও প্রচারে আসবে টেলিভিশনে। তাই সব মিলিয়ে বলা যায়, পেশাগত দিক বিবেচনায় এবারের ঈদটা চারদিক দিয়ে একটি পরিপূর্ণ ঈদ। আলহামদুলিল্লাহ। আমার ভক্ত দর্শকের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আপনারা আমার অভিনীত কাজগুলো দেখার চেষ্টা করবেন। প্রত্যেকটা কাজই খুব ভালো।’

দীপা খন্দকার বিশেষ করে উল্লেখ করেছেন ‘‌অপরাজেয়’র কথা। তিনি বলেন, ‘জাকী স্যারের কথা খুব মনে পড়ছে। তিনি অপরাজেয় সিনেমাটি নির্মাণ করে গেছেন। কিন্তু দর্শকের রেসপন্সটা দেখে যেতে পারলেন না। এ সিনেমায় আফজাল ভাইয়ের সঙ্গে অভিনয় দারুণ অভিজ্ঞতা ছিল।’  


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫