চট্টগ্রামে মৌসুমের প্রথম চা নিলাম শুরু ২৯ এপ্রিল

প্রকাশ: এপ্রিল ০৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক I চট্টগ্রাম ব্যুরো

নতুন নিলাম বর্ষের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ চা বোর্ড। মঙ্গলবার টি সেলস কো-অর্ডিনেশন কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৯ এপ্রিল শুরু হচ্ছে নতুন নিলাম মৌসুম। বৈঠক শেষে চট্টগ্রাম, শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের আন্তর্জাতিক চা নিলামের সময়সূচি প্রণয়ন করে চা বোর্ডের বাণিজ্য শাখা। 

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামে ২০২৪-২৫ নিলাম বর্ষের প্রথম নিলাম শুরু হবে ২৯ এপ্রিল। সেখানে নতুন নিলাম বর্ষে ৫০টি নিলাম অনুষ্ঠিত হবে। মৌসুমের শেষ নিলাম অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ২১ এপ্রিল। চট্টগ্রামের নিলামগুলো সপ্তাহের প্রতি সোমবার অনুষ্ঠিত হবে। তবে ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন্নবীসহ বেশকিছু রাষ্ট্রীয় ছুটির কারণে পাঁচটি নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার। 

অন্যদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন মৌসুমে অনুষ্ঠিত হবে ২৬টি নিলাম। শ্রীমঙ্গলে প্রথম নিলাম অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল। মৌসুমের শেষ নিলাম অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ২৩ এপ্রিল। শ্রীমঙ্গলে দুটি ছাড়া বাকি সব নিলামই অনুষ্ঠিত হবে বুধবার। প্রতি মাসে শ্রীমঙ্গলে দুটি নিলাম অনুষ্ঠিত হবে। এছাড়া পঞ্চগড়ে দ্বিতীয় বছরের মতো অনুষ্ঠিত হতে যাওয়া অনলাইন নিলাম হবে ২৪টি। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫