ড. ইউনূস যদি আইনের শাসন নেই মনে করেন তাহলে আদালতে যান কেন, প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ: এপ্রিল ০৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত প্রাঙ্গণে মঙ্গলবার (২ এপ্রিল) নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন, ‘আইনের শাসন বলে যে একটা জিনিস, সেটা আমরা পাচ্ছি না কোথাও’।

বুধবার (৩ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে ড. ইউনূসের মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, দেখুন দেশে আইনের শাসন আছে বলেই তিনি জামিনে মুক্ত আছেন। তিনি তো জামিন পেয়েছেন। ওনার কিন্তু শাস্তি হয়েছিল। শাস্তি হওয়ার পরও তাকে জামিন দেয়া হয়েছে। এটা আইনের শাসন আছে বলেই তিনি জামিন পেয়েছেন। আর উনি যদি আইনের শাসন নেই মনে করেন তাহলে আদালতে যান কেন?


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫