বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রকাশ: এপ্রিল ০৩, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বুধবার তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ ও সফররত অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী দুই দলের অধিনায়ককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও অস্ট্রেলিয়া জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে তাদের দলের জার্সি তুলে দেন। এই জার্সিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়দের সবার সাক্ষর ছিল। সাক্ষাত শেষে দুই দলের খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে ছবি তোলেন।

 

এ সময় ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন এবং বিসিবির নারী উইংয়ের চেয়ারপার্সন সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল উপস্থিত ছিলেন।


 

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল বর্তমানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। প্রথম দুই ম্যাচ জিতেছে অজি নারীরা। বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ম্যাচ।

 

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫