সাভারে গাড়িতে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৪

প্রকাশ: এপ্রিল ০৩, ২০২৪

বণিক বার্তা অনলাইন

ঢাকার সাভার হেমায়েতপুর তেলের লরি উল্টে ৫ গাড়িতে আগুনের ঘটনায় মো. সাকিব (১৫) ও হেলাল হাওলাদার নামে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। এদের মধ্যে সাকিব ওই ট্রাকের হেলপার ও হেলাল হাওলাদার চালক ছিলেন। 

বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়েছিল।

সাকিব বড় ভাই মো. নাঈম জানান, অভাবের সংসার। তাই চার মাস আগে তাকে কাজে দেয়া হয়। সে ট্রাকের হেলপারের কাজ করতো। নাঈম নিজেও পাইলিংয়ের কাজ করেন। আর তাদের বাবা খাগড়াছড়িতে অটোরিকশা চালান। 

তিনি বলেন, যতটুকু জেনেছি, তাদের ট্রাকে করে তরমুজ নিয়ে গাজীপুর কাঁচামালের আড়তে যাচ্ছিল। ভোরে সংবাদ পাই সে আগুনে দগ্ধ হয়ে বার্ন ইনিস্টিউটে ভর্তি রয়েছে। পরে হাসপাতালে এসে দেখি তার গোটা শরীর পুড়ে গেছে।   

এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে এ ঘটনা  ঘটে। এতে ঘটনাস্থলে ট্রাক হেলপার ইকবাল একজন মারা যান। পরে আড়তদারি ব্যবসায়ী নজরুল ইসলাম নামে আরেক জন ইনস্টিটিউটে আনার পর মারা যান।  


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫