রুমায় সোনালী ব্যাংকে ভল্ট ভেঙে লুট ব্যবস্থাপক অপহরণ

প্রকাশ: এপ্রিল ০৩, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি I বান্দরবান

বান্দরবানের রুমা উপজেলা শাখার সোনালী ব্যাংকে ভল্ট ভেঙে টাকা লুট হয়েছে। এছাড়া ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. নিজাম উদ্দিনকে অপহরণ করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে রুমা উপজেলা পরিষদ চত্বরে সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে। ব্যাংক লুটের ঘটনার পর পরই এলাকাটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সহকারী কমিশনার (ভূমি) দিদারুল আলম জানান, কত টাকা লুট হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সশস্ত্র সন্ত্রাসীরা লুট করার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর চারটি অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে রুমা সদরের বেথেল বম পাড়া থেকে ৮০-১০০ জনের একটি দলকে রুমা উপজেলা পরিষদের দিকে যেতে দেখা গেছে। তাদের অধিকাংশ সশস্ত্র অবস্থায় ছিল। নানা সময়ে সোনালী ব্যাংক রুমা শাখায় ডাকাতি করার হুমকি দিয়ে আসছিল কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।

সোনালী ব্যাংক বান্দরবান অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ওসমান গণি বলেন, সোনালী ব্যাংক রুমা শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে কেএনএফ সন্ত্রাসীরা নিয়ে গেছে বলে শোনা যাচ্ছে। রুমা শাখায় ১ কোটি ৬০ লাখ টাকা থাকার কথা। সেগুলো ভল্ট ভেঙে নিয়ে গেছে। এই ঘটনার পর এ অঞ্চলের ব্যাংকের সব শাখায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সার্বিক বিষয় জানতে বুধবার সকালে রুমা উপজেলায় সরেজমিনে যাচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। এ বিষয়ে জানতে বান্দরবান পুলিশ সুপারের সেলফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫