র‍্যাকের অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান

দুর্নীতিবাজ চিহ্নিত করতে গণমাধ্যমের দায়িত্ব বেশি

প্রকাশ: এপ্রিল ০৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ বলেছেন, ‘এখন অধিকাংশ লোকই দুর্নীতিকে দুর্নীতি মনে করেন না, এটাই হলো আমাদের সমস্যা। আমরা সবাই মিলে কাজ করব। দুর্নীতিবাজদের চিহ্নিত করা উচিত। আমরা এটা করছি না। এটা আমাদের চেয়ে গণমাধ্যমের দায়িত্ব বেশি। দুর্নীতিবিরোধী কাজে কাকে কাকে সঙ্গে নেয়া উচিত এটাও বিবেচনায় রাখতে হবে। দুর্নীতিবাজকে সঙ্গে নিলে তারা আপনাদের সফল হতে দেবে না। নিজের ঘরে (দুদকে) দুর্নীতি হচ্ছে কিনা বা আছে কিনা সেটাও আপনাদের (সাংবাদিকদের) দেখার দায়িত্ব।’

গতকাল দুদক বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) স্মরণিকা ‘সুপথ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুদকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিশনার (অনুসন্ধান) আছিয়া খাতুন বলেন, ‘পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত দিয়ে খবর প্রকাশ করতে হবে। কিন্তু সেটা হচ্ছে না। প্রতিবেদনে গভীরতা থাকা চাই। গবেষণা থাকা চাই। নতুন প্রজন্মকে সততার সঙ্গে বেড়ে ওঠার ব্যবস্থা করার জন্য প্রতিরোধমূলক কাজ নিয়েও সুন্দর সুন্দর প্রতিবেদন হতে পারে। মামলা ও  চার্জশিট ছাড়াও প্রতিরোধের কাজ এগিয়ে নিতে হবে।’

অনুষ্ঠানে সচিব খোরশেদা ইয়াসমীন শুভেচ্ছা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন র‌্যাক সভাপতি জেমসন মাহবুব।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫