প্রতিবেদনে ইপিবির দাবি

মার্চ মাসে ৫১০ কোটি ২৫ লাখ ডলারের পণ্য রফতানি

প্রকাশ: এপ্রিল ০২, ২০২৪

চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৫১০ কোটি ২৫ লাখ ৭০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে।  আগের বছরের একই মাসের তুলনায় যা ৯ দশমিক ৮ শতাংশ বেশি।  ২০২৩ সালের মার্চে রফতানি হয় ৪৬৪ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলারের পণ্য।

মঙ্গলবার (২ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদন ইপিবি দাবি করেছে, অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পণ্যগুলো হলো পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হোম টেক্সটাইল। 

অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৫৩ শতাংশ।  চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ১৩ দশমিক ৬৫ শতাংশ।  কৃষি পণ্যের রফতানি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ।  পাট ও পাটপণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ৫ দশমিক ৬ শতাংশ। হোমটেক্সটাইল পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ২৫ দশমিক ৯৮ শতাংশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫