আগামী অর্থবছরে বাজেটের আকার হবে ৮ লাখ কোটি টাকা: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রকাশ: এপ্রিল ০২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৃত অর্থে মুক্ত অর্থনীতির অনুসারী নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার ৮ লাখ কোটি টাকা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর প্রেস ক্লাবে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা প্রকৃত অর্থে মুক্ত অর্থনীতির অনুসারী নই। আমরা কল্যাণকর অর্থনীতির অনুসারী। সে জন্য মাঝেমধ্যে মিশ্র অর্থনীতিও চলে আসে। কল্যাণ অর্থনীতিতে চলছে বাংলাদেশ।

২০২৪-২৫ অর্থবছরের আকার ৮ লাখ কোটি টাকা হবে জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আসছে বাজেটের আকার হবে ৮ লাখ কোটি টাকার। ইতোমধ্যে আমরা ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ করেছি। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরির কাজ চলছে।

সরকার কর জিডিপি অনুপাত বাড়াতে আগ্রহী দাবি করে মন্ত্রী বলেন, মূল্যস্ফীতি কমানোর একটা প্রক্রিয়া হলো সুদহার বাড়ানো। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাজেটে প্রতিফলিত হবে। এর বাইরেও সরকারের কিছু বিষয় আছে সেগুলোও মাথায় রেখে বাজেট তৈরি করা হচ্ছে।

বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন অর্থনীতিবিদরা অংশ নেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫