ঈদুল ফিতরে আসছে ‘‌মায়া’

প্রকাশ: এপ্রিল ০২, ২০২৪

ফিচার প্রতিবেদক

এবার ঈদে মুক্তি পাবে বেশ কয়েকটি সিনেমা। উৎসবে, বিশেষ করে ঈদে সিনেমা মুক্তির জোয়ার চলছে কয়েক বছর ধরে। সে ধারায় এ ঈদে মুক্তির মিছিলে যুক্ত হলো আরেকটি সিনেমা। এবারের ঈদে আসছে তিন নায়কের নতুন চমক মায়া। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রচারণা। জসিম উদ্দিন জাকির পরিচালনা করেছেন এটি। রোববার ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমাটির মুক্তির সময়সূচি ঘোষণা করে মায়া টিম। অনুষ্ঠানে এর ট্রেলারও লঞ্চ করা হয়।

মায়ার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম ইয়াসমিন বুবলী। রোববারের অনুষ্ঠানে সাইমন সাদিক, জিয়াউল রোশান, শবনম ইয়াসমিন বুবলী, পরিচালক জসিম উদ্দিন জাকির ও প্রযোজক আলীনুর আশিক ভূঁইয়াসহ চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। ঈদুল ফিতর উপলক্ষে চলচ্চিত্রপ্রেমীদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন সবাই।

পরিচালক জসিম উদ্দিন জাকির বলেন, ‘ঈদে সিনেমাটি মুক্তি দেব। কারণ এ সময় হলে দর্শক বেশি থাকে। আমি আমার দলের কাছে তাদের কঠোর পরিশ্রমের জন্য কৃতজ্ঞ। আশা করি চলচ্চিত্রপ্রেমীরা হলে সিনেমাটি দেখবে।’

শবনম বুবলী বলেন, ‘সাধারণত দেখা যায়, দুই নায়কের সঙ্গে এক নায়িকার সিনেমা হয়। কিন্তু আমি মায়া সিনেমায় তিনজন নায়ককে পেয়েছি। এটা দারুণ ব্যাপার নিঃসন্দেহে। আনিসুর রহমান মিলন ভাই, সাইমন সাদিক ও রোশান তিনজনই সহশিল্পী হিসেবে অসাধারণ। আমরা খুব আনন্দ নিয়ে কাজ করেছি। আশা করছি দর্শক উপভোগ করবে সিনেমাটি।’

সাইমন সাদিক বলেন, ‘দেশে খুব কম সিনেমা হল, এদিকে ঈদে অনেক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। আমি আশা করি, চলচ্চিত্র প্রেমীরা আমার সিনেমা ও আমাদের মায়া সিনেমা দেখে উপভোগ করবেন।’

তিনি আরো বলেন, ‘মায়া: দ্য লাভ’ সিনেমার গল্পটি অনেক সুন্দর। গল্প, চরিত্র, লোকেশন, চিত্রনাট্য সবকিছুতেই ভালো লাগার আবেশ রয়েছে। আমার চরিত্রটিও বেশ মনে ধরেছে। এর টিমটাও বেশ দারুণ। খুব আন্তরিক পরিবেশে আমরা শুটিং করেছি।

রোশান বললেন, ‘এ পর্যন্ত যতগুলো সিনেমায় কাজ করেছি, সবক’টিই হয় অ্যাকশন, না হয় রোমান্টিক অ্যাকশন। কিন্তু এ সিনেমা পুরোপুরি প্রেমের।’ সিনেমায় রোশানের চরিত্রের নাম সজীব। চরিত্রের গল্প সম্পর্কে এ অভিনেতা জানান, বিশ্বাস-অবিশ্বাসের দোলায় একটি ছেলে একটি মেয়ের সম্পর্কে তৈরি হয় জটিলতা। একটা পর্যায়ে ট্র্যাজেডিতে রূপ নেয় সে প্রেম।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫