ইতিহাস গড়ছে আদুজীবিতম

প্রকাশ: এপ্রিল ০১, ২০২৪

ফিচার ডেস্ক

মুক্তির আগেই ইতিহাস তৈরির গুঞ্জন ছিল ‘‌আদুজীবিতম’কে ঘিরে। বক্স অফিসের বর্তমান চিত্র সেটাই প্রমাণ করছে। গত ২৮ মার্চ মুক্তি পাওয়ার পর প্রথম তিনদিনে বিশ্বব্যাপী ৫০ কোটি রুপি তুলে নিয়েছে ঝুলিতে। প্রথম দিনই সংগ্রহ করেছে ১৬ কোটি ৭০ লাখ রুপি। তিনদিনে কেবল ভারতেই আয় হয়েছে ২১ কোটি ৬ লাখ রুপি। আগামী দিনগুলোয়ও বক্স অফিসে চমক অপেক্ষা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, আদুজীবিতম প্রথম দিনে ভারতে সংগ্রহ করেছে ৭ কোটি ৭৬ লাখ রুপি। দ্বিতীয় দিনে আয় কিছুটা কমে দাঁড়ায় ৬ কোটি ২৫ লাখ রুপি। তবে তৃতীয় দিনই ফিরে পেয়েছে আগের গতি। সিনেমাটি নির্মাণ হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। কেরালার অধিবাসী নাজিব কীভাবে সৌদি আরবে যাওয়ার পর বাধ্যতামূলকভাবে রাখালে পরিণত হয়, সেটা ঘিরেই গল্প। এর আগে ২০০৮ সালে একটি উপন্যাস প্রকাশ হয় এ নিয়ে, তার ওপর ভিত্তি করেই সিনেমাটি পরিচালনা করেছেন ব্লেসি। প্রধান চরিত্রে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমার ও অমলা পাল। 

১৬ বছর ধরে কাজ করার পর অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর ইংরেজি নাম ‘দ্য গোট লাইফ’। আগে থেকেই ধারণা ছিল, মালয়ালম সিনেমার ইতিহাসে নতুন দিগন্ত তৈরি করবে সিনেমাটি। থিয়েটারে মুক্তি দেয়ার আগে এর একটি বিশেষ প্রদর্শনী করেছে নির্মাতারা। সেখানে উপস্থিত ছিলেন কমল হাসান। সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন তিনি। 

চলতি বছরে মালয়ালম ইন্ডাস্ট্রি বেশকিছু গুরুত্বপূর্ণ সিনেমা উপহার দিয়েছে। এর আগে ‘‌মানজুম্মেল বয়েজ’ বিশ্বব্যাপী ২১২ কোটি রুপি আয় করেছে। পরিণত হয়েছে সর্বকালের সেরা মালয়ালম চলচ্চিত্র হিসেবে। সত্য ঘটনা নিয়ে তৈরি ইমোশনাল সারভাইভাল সিনেমা মানজুম্মেল বয়েজ। আদুজীবিতমের ক্ষেত্রেও তেমনটাই দেখা যাচ্ছে। সামনের দিনগুলোয় হয়তো সিনেমাটি নতুন রেকর্ড তৈরি করতে যাচ্ছে, তা কেবল সময়ের অপেক্ষায়। 

সূত্র: হিন্দুস্তান টাইমস


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫