এজিএম করতে দুই কোম্পানিকে হাইকোর্টের অনুমতি

প্রকাশ: মার্চ ৩১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানিকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। কোম্পানি দুটি হলো সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও একমি পেস্টিসাইডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ২০২২-২৩ হিসাববছরের এজিএম ৬০ দিনের মধ্যে শেষ করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। ২৪ মার্চ এ নির্দেশ দেয়া হয়। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও ডিএসইর নিয়ম মেনে এ-সংক্রান্ত রেকর্ড ডেট দ্রুত ঘোষণা করা হবে। 

অন্যদিকে একমি পেস্টিসাইডসের ১৪তম এজিএম ১২০ দিনের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫