ভাঙ্গা থেকে যশোরের পথে ছুটল ট্রায়াল ট্রেন

প্রকাশ: মার্চ ৩০, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত গতি পরীক্ষা শুরু করেছে স্পেশাল ট্রায়াল ট্রেন। আজ শনিবার (৩০ মার্চ) সকাল পৌনে ৯টায় ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়।

ট্রেনটি আজ দুইবার ট্রায়াল সম্পূর্ণ করবে বলে রেলওয়ে সূত্র থেকে জানা গেছে। পরিকল্পনা অনুসারে, প্রথম ট্রায়াল শেষে ট্রেনটি ভাঙ্গা থেকে দুপুরে দ্বিতীয়বারের মতো যশোরের উদ্দেশে রওনা দেবে।

এটিই প্রথম এই রুটে ট্রেনের গতির ট্রায়াল। এ সময় ট্রেনে কয়েকজন স্থানীয় ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী হিসেবে ছিলেন।

ভাঙ্গা রেলস্টেশন সূত্রে জানা গেছে, প্রথম ট্রায়াল ট্রেন রূপদিয়া রেলস্টেশনে দশটার দিকে পৌঁছার কথা রয়েছে। এরপর সেখান থেকে রওনা দেবে ফিরতি পথে। ট্রেনটি আবার আগামীকাল সকালে যশোরের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫