দিনাজপুরের হিলি

দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২০ টাকা

প্রকাশ: মার্চ ৩০, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি I হিলি

দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২০ টাকা করে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু এবং দেশীয় পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সরবরাহের এমন ধারা অব্যাহত থাকলে দাম আরো নিম্নমুখী হবে আশা করছেন তারা। গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগে প্রতি কেজি পেঁয়াজ ৬০-৬৫ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৪০-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুর রহিম বলেন, ‘‌প্রতি বছর রমজান মাসে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়লেও এবারের চিত্র সম্পূর্ণ উল্টো। গত বছরগুলোর তুলনায় দাম কমতির দিকে রয়েছে। দাম কমায় আমাদের মতো কম আয়ের মানুষের সুবিধা হয়েছে।’

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘‌সম্প্রতি ভারত থেকে সরকারিভাবে অনুমোদনপ্রাপ্ত ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে মোকামগুলোয় যারা পেঁয়াজ মজুদ রেখে দাম বাড়িয়েছিলেন তারাও পেঁয়াজ ছাড়তে শুরু করেছেন। সেই সঙ্গে কৃষকরাও তাদের পেঁয়াজগুলো বিক্রি করতে শুরু করেছেন। এতে মোকামগুলোয় সরবরাহ আগের তুলনায় বাড়ায় দাম কমতে শুরু করেছে। কিছুদিন আগে মোকামে প্রতি মণ পেঁয়াজ ৪ হাজার টাকার ওপরে উঠে গিয়েছিল। বর্তমানে সরবরাহ বাড়ায় তা কমে ১ হাজার ৫০০ থেকে ৬০০ টাকায় নেমেছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫