সিন্ডিকেট ভাঙতেই কৃষকের দামে তরমুজ বিক্রি: কৃষিমন্ত্রী

প্রকাশ: মার্চ ২৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

কৃষকের দামে তরমুজ বিক্রি সিন্ডিকেট ভাঙার একটি বড় উদ্যোগ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। বাংলাদেশ এগ্রি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বাফা) উদ্যোগে রাজধানীতে গতকাল তরমুজ বিক্রির কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 

‘কৃষকের পণ্য, কৃষকের দামে’ স্লোগানে খামারবাড়ির পাশে বঙ্গবন্ধু চত্বরে তরমুজ বিক্রির কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী। তিনি বলেন, ‘অনেক পরিশ্রম করে কৃষক এ তরমুজ চাষ করেন। সেই কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি ও উন্নতির জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাফা নেতারা যখন আমার সঙ্গে পরামর্শ করতে এলেন, তখন আমি তাদের বললাম, ভোক্তারা তরমুজ খেতে চান, কিন্তু দাম বেশি হওয়ায় অনেকে কিনতে পারছেন না। আপনারা উদ্যোগ নিন। এরপর তারা এ উদ্যোগ নিয়েছেন। আমি মনে করি, এটি সিন্ডিকেট ভাঙার বড় একটি উদ্যোগ।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫