দুই দশক পর ‘কফির পেয়ালা’য় ইমন-আঁখি

প্রকাশ: মার্চ ২৯, ২০২৪

ফিচার প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত, দেশের বরেণ্য সংগীত পরিচালক শওকত আলী ইমন। অন্যদিকে আঁখি আলমগীর অভিনয় ও গানে জনপ্রিয়। তিনিও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী। এবার তারা দুজন আসছেন নতুন গান নিয়ে। বিষয়টি বিশেষ হয়ে উঠেছে, কেননা তারা একসঙ্গে কাজ করছেন দুই দশক পর। 

শওকত আলী ইমন গানের সুর নিয়ে ব্যস্ত থাকেন প্রতিনিয়ত। অন্যদিকে আঁখি আলমগীর নতুন নতুন মৌলিক গান গাওয়া এবং বছরজুড়ে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। তবে ইমন মাঝেমধ্যে গানও গেয়ে থাকেন। সেই সূত্রেই প্রায় দুই দশক আগে শওকত আলী ইমন ও আঁখি আলমগীর একটি দ্বৈত গান করেছিলেন। দীর্ঘ বিরতির পর ধ্রুব গুহর ইউটিউব চ্যানেলে ধ্রুব মিউজিক স্টেশনের জন্য তারা দুজন কফির পেয়ালা শিরোনামে আরো একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন আশিক মাহমুদ, সুর করেছেন আকাশ মাহমুদ, সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজও শেষ বলে জানালেন আঁখি আলমগীর ও ইমন।

নতুন গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘বেশ কিছুদিন আগের কথা। ইমন হঠাৎ আমাকে একটি গান পাঠায় এবং প্রশ্ন রাখে, ‘‌‘‌গানটা গাবি?’’ আমি তো গান শুনে এত মুগ্ধ হয়েছি যা সত্যিই বলার মতো নয়। এত সুন্দর টিউন, এত মেলোডিয়াস, এত রোমান্টিক গান, যা আমার ভীষণ ভালো লেগে যায়। আমি সঙ্গে সঙ্গেই বলে দিই যে গানটি আমি গাইব। ইমন শুরুতেই বলেছিল যে আমি আর ইমন এটা ডুয়েট গান হিসেবেই গাইব। ক’দিন পর ভয়েজ দিলাম এবং চূড়ান্তভাবে। এবারই প্রথম আমাদের সবার প্রিয় ফটোগ্রাফার সিথিল রহমান গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে। সিথিলের প্রতি আমার ভীষণ আস্থা ছিল যে সে কাজটি ভালো করবে এবং দর্শক ভিডিওটি দেখলেই বুঝতে পারবে সিথিল কতটা দুর্দান্ত কাজ করেছে।’

এছাড়া গান নিয়ে তিনি বলেন, ‘গানের কথা, সুর, মিউজিক সব মিলিয়ে এমন একটি মেলোডিয়াস গান একজন শিল্পীর পাওয়া ও গাওয়া সত্যিই অনেক আনন্দের বিষয়। গানটি গেয়ে আমার যেমন শান্তি লেগেছে, ভিডিওটি দেখে যেন আরো বেশি শান্তি লেগেছে।’ 

নতুন এ গান নিয়ে শওকত আলী ইমনও উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমার কাছে শুরুতেই মনে হয়েছিল এ গানের জন্য আঁখিই পারফেক্ট। যে কারণে গানটি তাকেই পাঠিয়েছিলাম। চূড়ান্তভাবে আমরা দুজনই গানটি গেয়েছি। এ গানের প্রতি আমার প্রত্যাশা একটু নয়, অনেকখানি বেশি। কারণ সব মিলিয়ে গানটা খুব ভালো হয়েছে। তাই এ গানের প্রতি আবেগ, ভালোবাসা, ভালো লাগা ও গানকে ঘিরে প্রত্যাশা বেড়ে গেছে।’

গানের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শওকত আলী ইমন বলেন, ‘ধন্যবাদ আঁখিকে, ধন্যবাদ ধ্রুব মিউজিক স্টেশন, আশিক, আকাশ, সিথিলকে।’ 

এর আগে অবশ্য শওকত আলী ইমনের সুরে গান গেয়েছেন আঁখি আলমগীর। আঁখি আলমগীরের কণ্ঠে শওকত আলী ইমনের সুর সংগীতে জনপ্রিয় গানের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’, ‘রাজকুমারী’ ইত্যাদি। নতুন গান কফির পেয়ালা ৩১ মার্চ ‘ধ্রুব মিউজিক স্টেশন’-এ প্রকাশ পাবে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫