কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে ভুটানের রাজাকে বিজিবির গার্ড অব অনার প্রদান

প্রকাশ: মার্চ ২৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুককে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে গার্ড অব অনার প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ মার্চ) ভুটানের রাজা কুড়িগ্রাম জেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেন। দুপুরে ভূটানের রাজা সোনাহাট স্থলবন্দরে এসে পৌঁছলে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান রাজাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) একটি সুসজ্জিত চৌকসদল রাজাকে গার্ড অব অনার প্রদান করে। এর পর রাজা বিজিবির ভিভিআইপি পরিদর্শন বহি স্বাক্ষর করেন এবং গার্ড অব অনার প্রদানকারী বিজিবি সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করেন। 

পরবর্তীতে ইমিগ্রেশন কার্যক্রম শেষে রাজার ভারতে প্রত্যাগমনকালে পুনরায় গার্ড অব অনার প্রদান এবং সীমান্তের শূন্যলাইন পর্যন্ত কঠোর নিরাপত্তা প্রদানপূর্বক বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ভুটানের রাজাকে বিদায়ী সংবর্ধনা দেন। এ সময় বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ, কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ২ টা ৫০ মিনিটে ভুটানের রাজা নিজ দেশে প্রত্যাগমনের উদ্দেশ্যে স্থলপথে ভারতে গমন করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫