দূষণে বছরে ২ লাখ ৭২ হাজার অকাল মৃত্যু : বিশ্বব্যাংক

প্রকাশ: মার্চ ২৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণের ফলে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের অকাল মৃত্যু হচ্ছে। শুধু বায়ু দূষণের ফলেই ৫৫ শতাংশ অকাল মৃত্যু হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত কান্ট্রি এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস ২০২৩ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বিশ্বব্যাংকের প্রতিবেদনের তথ্যমতে, বায়ু দূষণ নিয়ন্ত্রণে সময়মতো জরুরি পদক্ষেপ নিলে বছরে ১ লাখ ৩৩ হাজারের বেশি অকাল মৃত্যু ঠেকানো সম্ভব।

পরিবেশ দূষণের ফলে শিশুদের আইকিউয়ের ক্ষতি হচ্ছে বছরে প্রায় ২০ মিলিয়ন পয়েন্ট। রান্নার কারণে বায়ু দূষণ তৈরি হয়ে শিশু ও নারীদের ক্ষতি বেশি হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫