মস্কোয় হামলা

ইউক্রেনকে বাঁচাতে আইএসের ওপর দায় চাপাচ্ছে পশ্চিমারা: রাশিয়া

প্রকাশ: মার্চ ২৮, ২০২৪

বণিক বার্তা অনলাইন

মস্কোর কনসার্ট হলে ভয়াবহ হামলার ঘটনায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জড়িত থাকা নিয়ে প্রশ্ন তুললেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, মস্কোর কনসার্ট হলে হামলা চালানোর মতো সক্ষমতা ইসলামিক স্টেটের (আইএস) আছে বলে বিশ্বাস করাটা খুবই কঠিন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, পশ্চিমা সরকারগুলো ইউক্রেনকে বাঁচাতে আইএসের ওপর দায় চাপাচ্ছে।  স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে একথা জাখারোভা। তিনি বলেন, ইউক্রেনই এই হামলার পেছনে দায়ী। 

যদিও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, পশ্চিমা সরকারগুলো ইউক্রেনকে বাঁচাতে আইএসের ওপর দায় চাপাচ্ছে। এর আগে, রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির পরিচালক মস্কোর হামলার পেছনে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের হাত রয়েছে বলে দাবি করেন। 

উল্লেখ্য, গত শুক্রবার মস্কোর কনসার্ট হলে প্রাণঘাতী হামলায় ১৪৩ জন নিহত হন। পরে হামলার দায় স্বীকার করে নেয় জঙ্গি গোষ্ঠী আইএস। যদিও রাশিয়া দাবি শুরু থেকে উড়িয়ে দেয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫