অসাধ্য সাধন করেছে আদুজীবিতম

প্রকাশ: মার্চ ২৮, ২০২৪

ফিচার ডেস্ক

আজ মুক্তি পাচ্ছে পৃথ্বীরাজ অভিনীত সিনেমা ‘‌আদুজীবিতম’। সিনেমাটি পরিচালনা করেছেন ব্লেসি। ১৬ বছর ধরে কাজ করার পর অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর ইংরেজি নাম ‘দ্য গোট লাইফ’। ধারণা করা হচ্ছে, মালয়ালম সিনেমার ইতিহাসে নতুন দিগন্ত তৈরি করবে সিনেমাটি। থিয়েটারে মুক্তি দেয়ার আগে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী করেছে এর নির্মাতারা। সেখানে উপস্থিত ছিলেন কমল হাসান। সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

একটি ভিডিও বার্তায় কমল হাসান বলেন, ‘আমার মনে হয় ব্লেসি অসামান্য একটি কাজ করেছেন। তিনি প্রচুর পরিশ্রম করেছেন। শেষ পর্যন্ত এমন একটি কাজ সে কারণেই হতে পারল। আমার সঙ্গে মণি রত্নমের কথা হচ্ছিল। তিনি অবাক হয়ে প্রশ্ন করেছেন, এমন একটা কাজ কী করে সম্পন্ন করলেন ব্লেসি। আসলে সিনেমা ও ভালো কাজের প্রতি ব্লেসির একধরনের তৃষ্ণা আছে। সে কারণেই এটা সম্ভব হয়েছে।’

এ সিনেমায় ব্লেসির মতোই সমান অংশগ্রহণ আছে পৃথ্বীরাজ সুকুমারের। তিনিও এ সিনেমাকে নিয়েছিলেন নিজের স্বপ্ন হিসেবে। দীর্ঘদিন লেগে থেকে তা পূরণ করেছেন। পৃথ্বীরাজকে নিয়ে কমল হাসান বলেন, ‘পৃথ্বীরাজ সম্ভবত তার সামর্থ্যের বেশি কাজ করেছে। বিশেষত সে দৃশ্যে, যেখানে তাকে ভারী নিশ্বাস নিতে দেখা যায়। সুকুমারকে বহুদিন ধরে আমি চিনি। তাকে নিয়ে সবসময়ই আশাবাদী ছিলাম, কিন্তু এতটা ভালো করবে চিন্তা করিনি।’

কমল হাসান নিজে অভিনেতা ও নির্মাতা হওয়ায় ক্যামেরাওয়ার্কের দিকেও নজর দিয়েছেন। তিনি বলেন, ‘এখানে ক্যামেরাম্যানের কাজও ছিল খুব কঠিন। নির্মাতা হিসেবে আমরা বুঝতে পারি, কতটা কষ্ট তারা করেছেন। আমি চাই দর্শকও তা উপলব্ধি করুক। এটা আসলেই একটা অসাধারণ সিনেমা।’

মণি রত্নমও প্রশংসা করেছেন আদুজীবিতমের। তিনি বলেন, ‘সিনেমার দৃশ্যায়ন ও সিনেমাটোগ্রাফি অসাধারণ। পৃথ্বীরাজ দারুণ কাজ করেছেন। আসলে এ সিনেমার পুরো টিমই দারুণ কাজ করেছে। আমি আসলে এখনো বুঝতে পারছি না কী করে এমন অসাধ্য সাধন করেছেন আপনারা। আমি আপনাদের ঈর্ষা করতে চেয়েও পারছি না, কারণ এত অসাধারণ কাজকে কেবল ভালোবাসা যায়।’

সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫