বিশ্বজুড়ে পাঁচ হাজার কর্মী ছাঁটাই

চলতি সপ্তাহে পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করবে সিটিগ্রুপ

প্রকাশ: মার্চ ২৮, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

সম্প্রতি বড় ধরনের পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি সিটিগ্রুপ। কোম্পানির পরিধি হ্রাস ও কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে নেয়া উদ্যোগ বাস্তবায়নে কার্যক্রম চালাচ্ছে নিউইয়র্কভিত্তিক বহুজাতিক ব্যাংকটি। তবে গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পুনর্গঠন প্রক্রিয়া চলতি সপ্তাহেই শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছে সিটিগ্রুপ কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

ব্যয় সংকোচন ও মুনাফা বৃদ্ধির লক্ষ্যে গত সাত মাসে প্রায় পাঁচ হাজার কর্মী ছাঁটাই করেছে সিটিগ্রুপ। এছাড়া শীর্ষস্থানীয় পদের বড় একটি অংশও বাদ দিয়েছে কোম্পানিটি। সিটিগ্রুপে ব্যবস্থাপকদের গ্রেড আছে ১৩টি। গতবছরের সেপ্টেম্বরে তা আটটিতে নামিয়ে আনার ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ। সম্প্রতি সর্বশেষ রদবদল প্রক্রিয়া চূড়ান্ত করেছে সিটিগ্রুপ। সিদ্ধান্ত অনুসারে, আগামী দুই বছরে বিশ্বব্যাপী ২ লাখ ৩৯ হাজার কর্মীর মধ্যে ২০ হাজার জনকে ছাঁটাই করবে কোম্পানিটি। এদের মধ্যে বিশ্বজুড়ে ব্যবস্থাপক (ম্যানেজারিয়াল) পর্যায়ের ১৩ শতাংশ বা ১ হাজার ৫০০ পদ সংকোচন করবে বলে জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠানটি। সিইও জেন ফ্রেজার বলেন, ‘‌এ পরিবর্তনগুলো কোম্পানির প্রায় ১০০ কোটি ডলারের বার্ষিক সঞ্চয়ে ভূমিকা রাখবে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫