মিস ইউনিভার্সে প্রথমবার সৌদি নারী

প্রকাশ: মার্চ ২৭, ২০২৪

বণিক বার্তা অনলাইন

সৌদি আরবের ইতিহাসে এই প্রথম কোনো সুন্দরী সৌদির প্রতিনিধিত্ব করবে মিস ইউনিভার্সের মঞ্চে। রক্ষণশীল এই মুসলিম দেশে মেয়েদের উপর আজও নানারকম বিধিনিষেধ রয়েছে। তবে প্রতিবন্ধকতার সব আগল ভাঙলেন ২৭ বছরের রুমি আলকাহতানি। খবর হিন্দুস্তান টাইমস।

এই সুন্দরী মডেল ইতিহাসে নাম লেখালেন প্রথমবারের মতো বিশ্ব সুন্দরীর মঞ্চে সৌদি আবরের প্রতিনিধি হিসাবে। প্রিন্স মহম্মদ বিন সলমনের হাত ধরে একটু একটু করে রক্ষণশীলতার চাদর খুলছে সৌদি আবর। কিছুদিন আগে অমুসলিম কূটনীতিবিদরা মদ্যপানের অনুমতি পেয়েছেন। এবার রুমি আলকাহতানির বিশ্ব সৌন্দর্যের এই মঞ্চে অংশ নেয়াটাকে অনেকে সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন।

মিস ইউনিভার্সের মঞ্চে গত ৭২ বছর কোনও প্রতিনিধি পাঠায়নি সৌদি আরব। গত সোমবার মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধি হিসেবে আলকাহতানির নাম ঘোষণা করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫