জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় শেখ হাসিনা

জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

প্রকাশ: মার্চ ১৯, ২০২৪

বাসস

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশবাসী তাদের পক্ষে রয়েছে, কাজেই তার সরকারের পতন ঘটানো এবং দেশকে আবার অন্ধকারে ঠেলে দেয়া সম্ভব হবে না। তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন দেখছে। তারা কীভাবে ভুলে যায়, আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থাকে। যার জন্য জনগণ তাদের বারবার ভোট দেয়।’

গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় শেখ হাসিনা এ কথা বলেন। বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ এ সভা আয়োজন করে। 

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি রমজান মাসে গরিব মানুষের মাঝে ইফতারি বিতরণ না করে সরকারের সমালোচনা করে। তারা নিজেরা ইফতারি খায় আর আওয়ামী লীগের গিবত গায়। আর কবে আওয়ামী লীগকে উৎখাত করবে সেটাই স্বপ্ন দেখে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘এ রমজান মাসে আমি সবাইকে বলব, আপনাদের আশপাশে যারা দরিদ্র মানুষ রয়েছে, তাদের পাশে দাঁড়ান এবং সহযোগিতা করুন। বিএনপি ইফতার পার্টি করে করুক, কিন্তু আপনারা দেখাবেন যে মানুষের পাশে আছেন।’ 

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তারা কোন সাহসে সেটা চায়? ২০০৮ সালের নির্বাচনে তো তত্ত্বাবধায়ক সরকারই ছিল। সে সময়েও তারা আসন পেয়েছিল ৩০টি, অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল ২৩৩টি। এটাও তো তাদের মনে রাখা উচিত। কাজেই কিসের আশায় তারা চায়, বুঝতে হবে। তারা যে চায় সেটা নির্বাচনের জন্য নয়; বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ঠেলে দেয়ার জন্য।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোশাররফ হোসেন, কামরুল ইসলাম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও ডা. দীপু মনি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা আলোচনায় অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আগে রাস্তাঘাটে হাড্ডি কঙ্কালসার মানুষ দেখা যেত। কিন্তু গত ১৫ বছরে আওয়ামী লীগ টানা চার মেয়াদে দেশ পরিচালনার সুযোগ পাওয়ায় এখন আর সে অবস্থা নেই।’

নেতাকর্মীদের উদ্দেশ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ধন-দৌলত-সম্পদ কেউ কবরে নিয়ে যেতে পারে না। কাজেই এর জন্য মারামারি কাটাকাটি কেন? এগুলো তো ফেলে রেখেই চলে যেতে হয়। কাজেই যতটা মানুষকে দিয়ে দেয়া যায় এবং মানুষের কল্যাণ করা যায়, সেটুকুই সঙ্গে থাকে—এটাই সবাইকে মাথায় রাখতে হবে।’

শেখ হাসিনা প্রশ্ন তোলেন, ‘আওয়ামী লীগের অপরাধ কী, তারা গরিব মানুষের পাশে দাঁড়ায়, দেশটা উন্নত করেছে, সেটাই কি অপরাধ? বিএনপি গণতন্ত্রের কথা বলে, অথচ আমরাই কিন্তু গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আজ দেশের মানুষ যদি কিছু পেয়ে থাকে, তা আওয়ামী লীগের হাত থেকেই পেয়েছে। স্বাধীনতা পেয়েছে, গণতন্ত্র পেয়েছে, গণতান্ত্রিক অধিকার পেয়েছে। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫