পুঁজিবাজা‌রে আজ সূচক বাড়ল না কম‌ল জানা যায়নি

প্রকাশ: মার্চ ১০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (‌ডিএসই) আজ রোববার (১০ মার্চ) সকাল ১০টায় লেনদেন শুরুর কিছুক্ষণ পর থেকেই কারিগরি ত্রুটি দেখা দেয়। এর লে ডিএসইর তিনটি সূচকের উঠা-নামার কোনো তথ্য এক্সচেঞ্জটির য়েবসাইটে দেখা যাচ্ছে না।

বেলা আড়াইটায় লেনদেন শেষ হওয়া পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। লে লেনদেন শেষ লেও পুঁজিবাজারে আজ সূচক বাড় কি কম সেটি এখনো জানতে পারেননি বিনিয়োগকারীরা। অবশ্য সূচকের তথ্য দেখা না গেলেও ডিএসইর য়েবসাইটে আজ ৪৭৮ কোটি লেনদেন য়েছে লে দেখানো য়েছে।

ডিএসইর পক্ষ থেকে কারিগরি ত্রুটির বিষয়ে জানানো য়েছে, রেকর্ড ডেট শেষে আজ আমরা নেটওয়ার্কের শেয়ার লেনদেন চালু করতে গিয়ে এক্সচেঞ্জটির য়েবসাইটে কারিগরি ত্রুটি দেখা দেয়। কারণে আজ ডিএসইতে আমরা নেটওয়ার্কের লেনদেন স্থগিত করা য়েছে। আজ কোম্পানিটির যেসব যেসব শেয়ার লেনদেন য়েছে সেগুলো বাতিল করা য়েছে। আগামীকাল কোম্পানিটির শেয়ার লেনদেন চালু বে বলে জানিয়েছে ডিএসই।

এর আগে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইটিতে বড় ধরনের ত্রুটি কারণে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরুর প্রথম দিকেই সব সূচকের পতন হয়। সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকেই এ সমস্যা দেখা গেছে। ডিএসইর ওয়েবসাইটে এ বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়। ওয়েবসাইটের ডান দিকে এক বার্তায় সূচকের বিভ্রান্তিকর তথ্যের কারণে বি‌নি‌য়োগকারী‌দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হ‌য়ে‌ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫