ফোন নম্বর আড়ালে নতুন ফিচার আনছে সিগন্যাল

প্রকাশ: ফেব্রুয়ারি ২২, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন সেটিংসের কারণে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের সিগন্যাল বেশ পরিচিত। তবে এটি ব্যবহারে ফোন নম্বর যুক্ত করতে হয়। এতদিন চাইলেও ফোন নম্বর আড়ালের কোনো সুযোগ ছিল না। সম্প্রতি এ সমস্যা সমাধানে নতুন ফিচার যুক্ত করেছে প্লাটফর্মটি। খবর এনগ্যাজেট।

সম্প্রতি এক ঘোষণায় প্লাটফর্মটি জানায়, শিগগিরই ব্যবহারকারীদের জন্য ইউনিক ইউজারনেম যুক্ত করার ফিচার চালু করা হবে। লিংক বা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে সেটি অন্যদের সঙ্গে শেয়ারও করা যাবে। ফলে ব্যক্তিগত নম্বর ব্যবহারের প্রয়োজন হবে না।

মেসেজিং প্লাটফর্মের তথ্যানুযায়ী, ব্যবহারকারী যতবার খুশি ইউনিক ইউজারনেম পরিবর্তন করতে পারবে, তবে শেষ দিকে দুই বা তার বেশি নম্বর যুক্ত করতে হবে। অপশনাল ফিচার হওয়ায় যেকোনো সময় চাইলে ইউজারনেম মুছে ফেলা যাবে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫