বাংলালিংকের দুই হাজারের বেশি টাওয়ার অধিগ্রহণ করল সামিট

প্রকাশ: ফেব্রুয়ারি ২১, ২০২৪

সামিট কমিউনিকেশনসের মালিকানাধীন প্রতিষ্ঠান সামিট টাওয়ারস ১ হাজার ১০০ কোটি টাকা অর্থমূল্যের একটি চুক্তির আওতায় বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের ২ হাজার ১২টি টাওয়ার অধিগ্রহণ করেছে। এ উপলক্ষে সামিট কমিউনিকেশনস গ্রুপ সম্প্রতি একটি অভিজাত হোটেলে সেলিব্রিটিং সিনার্জি শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ সামসুল আরেফীন ও বিটিআরসি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। আরো উপস্থিত ছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান, এমডি ও সিইও মো. আরিফ আল ইসলাম প্রমুখ। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫