নাটোরে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী

বেসরকারি খাতে যেতে পারে টেলিটক, বিটিসিএল ও টেশিস

প্রকাশ: ফেব্রুয়ারি ২০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

দেশের সরকারি প্রতিষ্ঠান টেলিটক, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) আগামী ৩০ জুনের মধ্যে লাভে ফিরতে না পারলে বেসরকারি খাতে ছেড়ে দেয়ার চিন্তা করছে সরকার। এছাড়া এ সকল প্রতিষ্ঠানে নতুন করে আর কোনো বিনিয়োগ হবে না বলেও জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, নতুন করে আর কোনো বিনিয়োগ নয়, আগামী ৩০ জুনের মধ্যে টেলিটক, বিটিসিএল, টেশিসসহ যতগুলো সেবাদানকারী ও ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে লাভজনক না হলে বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে। এ জন্য প্রতিষ্ঠানগুলোর ভ্যালু ঠিক করতে কাজ করা হচ্ছে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫