সুন্দরবনের খাল থেকে বাঘের ভাসমান মৃতদেহ উদ্ধার

প্রকাশ: ফেব্রুয়ারি ১৩, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি , বাগেরহাট

সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা।সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় বাঘটির মৃতদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মৃত বাঘটিকে পরে বন বিভাগের কচিখালী স্টেশন কার্যালয়ে রাখা হয়। মৃত্যুর কারণ জানতে বাঘটির ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রাণিসম্পদ বিভাগের একটি টিম সুন্দরবনে যাওয়ার কথা রয়েছে ।  

এ প্রসঙ্গে খুলনার বন সংরক্ষক মিহির কুমার দে জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া বাঘটি কিভাবে মারা গেল, বাঘের বয়সসহ অন্যান্য বিষয়গুলো বনবিভাগ অনুসন্ধান করবে বলে জানান এই কর্মকর্তা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫