জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ফেব্রুয়ারি ১৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে জনকল্যাণকে অগ্রাধিকার দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় শেষ হওয়া প্রকল্পের রিটার্ন অ্যানালাইসিস করার কথাও বলেছেন সরকার প্রধান।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা কমিশনের সচিব সত্যজিত কর্মকার। অসুস্থ থাকায় একনেক সভায় উপস্থিত থাকতে পারেননি পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে সত্যজিত কর্মকার বলেন, শেষ পর্যায়ে থাকা প্রকল্পগুলো দ্রুত শেষ করতে বলেছেন শেখ হাসিনা একই সময় জমি অনাবাদি না রাখার নির্দেশনা আবারও দিয়েছেন তিনি।

সরকার প্রধান বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিশ্রুতির অর্থ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে মুখ্য সচিব দায়িত্ব পালন করবেন। আর্থ সামাজিক জনকল্যাণ সংশ্লিষ্ট প্রকল্পের রিটার্ন পর্যালোচনা করবেন মন্ত্রী পরিষদের সচিব।

প্রধানমন্ত্রী প্রকল্প দীর্ঘায়িত না করে প্রকল্প বাছাইয়ে আরো যত্নশীল হওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা সচিব। সচিব জানান, চট্টগ্রাম ওয়াসার পয়ঃনিষ্কাশনের একটি প্রকল্প প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫