মার্কিন দূতাবাসে পিটার হাস ও মঈন খানের সাক্ষাৎ

প্রকাশ: ফেব্রুয়ারি ১২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ  করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।  সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।


সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ঢাকা দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ।  যখন সবার কথা শোনা যায় তখনই গণতন্ত্রের বিকাশ ঘটে।  


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ড. আবদুল মঈন খানের সঙ্গে দেখা করে আনন্দিত বলেও উল্লেখ করা হয় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের পোস্টে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫